ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
গাজীপুরে ফেনসিডিলসহ আটক ৩ ফেনসিডিলসহ আটকরা র‌্যাব হেফাজতে।

ঢাকা: গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২ আগস্ট) র‌্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নুর আলম ওরফে মুন্নাফ (২৫), নুরুজ্জামান ওরফে নুরু (৩৫) ও আতিকুর রহমান (২৬) নামে তিন মাদকবিক্রেতাকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, চারটি মোবাইল ফোন ও নগদ ৪৩ হাজার ২ শত ২২ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন দিনাজপুর থেকে ফেনসিডিল ক্রয় করে ঢাকাসহ আশ-পাশের এলাকায় পাইকারি দরে বিক্রয় করে আসছিল তারা। তাদের ফেনসিডিল ব্যবসার মূল হোতা দিনাজপুরের স্বপন হাড়ি (৬০)।  

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।