ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাগরপুরে বাবা ও বড় ভাইয়ের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
নাগরপুরে বাবা ও বড় ভাইয়ের হাতে যুবক খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বাবা ও বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। 

শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা সদরের কাশাদর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ মিয়া (২০)।

তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বাংলানিউজকে জানান, সকালে মাসুদ মিয়া তারা বাবা মফিজ উদ্দিনের কাছে এক লাখ চায়। এসময় মফিজ উদ্দিন ছেলেকে এত টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মাসুদ ও মফিজ উদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এসময় তাদের থামাতে মাসুদের বড় ভাই মতিয়ার রহমান এগিয়ে আসেন। এক পর্যায় তার সঙ্গে মাসুদের কথা কাটাকাটি শুরু হয়। পরে বড়ভাই মতিয়ার ও বাবা মফিজ উদ্দিন লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে বড় ভাই মতিয়ার পলাতক রয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।