শুক্রবার (২ আগস্ট) দুপুরে র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কের নাভানা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, দিনাজপুর থেকে ফেনসিডিল কিনে ঢাকাসহ আশপাশের এলাকায় পাইকারি দরে বিক্রি করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএমআই/আরবি/