ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে ক্যাথলিক গির্জা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
মুকসুদপুরে ক্যাথলিক গির্জা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। 

শুক্রবার (২ আগস্ট) সকালে ২০০১ সালে বানিয়ারচর গির্জায় বোমা হামলায় নিহত ১০ জনের সমাধিতে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বলন করে তিনি শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

বানিয়ারচর গির্জা পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মিলার বলেন, ২০০১ সালে বানিয়ারচর ক্যাথলিক গির্জায় যে বোমা হামলা হয়েছিল তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমি শোক প্রকাশ করছি।  

পরে তিনি শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। এসময় তার সহধর্মিণী মিচেল এডিলমেন, গির্জার ফাদার ফরেজা রোম রিকো গোমেজ, ফাদার সঞ্জয় গোমেজ, ফাদার নাদারুচ গোমেজ, জলিলপাড়া ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগীসহ বানিয়ারচর গির্জা ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪, আগস্ট ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।