শুক্রবার (২ আগস্ট) দুপুরে ভাত রান্না করতে গেলে এ ঘটনা ঘটে। মাজিদা বেগম উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের আব্দুল মাজিদ গাজীর স্ত্রী।
নিহতের পরিবার জানিয়েছে, প্রতিদিনের মত শুক্রবার সকালে মাজিদা বেগম রাইস কুকারে রান্না করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই স্টিলের চামচ দিয়ে ভাত নেড়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। অনেক সময় পার হলেও মজিদা রান্না ঘর থেকে বের না হলে প্রতিবেশীর স্ত্রী রান্না ঘরে ঢুকে রাইস কুকারের সঙ্গে স্টিলের চামচ হাতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বুড়িগোয়ালীনি নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ হালদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
আরএ