শুক্রবার (২ আগস্ট) সকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারজু একই গ্রামের প্রবাসী ইউছুফের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে খাওয়া শেষে নিজের কক্ষে ঘুমাতে যায় ফারজু। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকাডাকি করে পরিবারের লোকজন। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মরদেহটি নোয়াখালী ২৫০-শয্যার জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে ও ফাঁস নেওয়ার কারণ ক্ষতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসআরএস