শুক্রবার (২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ও ত্রিমোহনী এলাকার ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা জানান।
মন্ত্রী বলেন, গাইবান্ধায় বন্যায় ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রেলওয়ে বিভাগের সম্পদ বিভিন্ন সময়ের ধ্বংসের চেষ্টা করা হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে রেলকে আবার উজ্জ্বীবিত করেছেন। আগামীতে রেল বিভাগে কোনো সমস্যা থাকবে না।
এ সময় পশ্চিম অঞ্চল রেলওয়ের জিএম খন্দকার শহিদুল ইসলাম, গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম, গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতারা এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সড়কপথে রংপুর রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন। এরআগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সড়ক পথে এসে গাইবান্ধার ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন।
ভয়াবহ বন্যায় গত ১৭ জুলাই গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ও ত্রিমোহনী এলাকার ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকার সঙ্গে গাইবান্ধা রেল যোগাযোগ বন্ধ হয়। তবে গাইবান্ধা থেকে রংপুর-লালমনিরহাট ও বোনারপাড়া থেকে সান্তারহার রেলরুটে বিকল্প পথে ট্রেন চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ