ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘দেশকে দুর্নীতিমুক্ত করতে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
‘দেশকে দুর্নীতিমুক্ত করতে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই’

নারায়ণগঞ্জ: দেশকে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত করতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের জল্লারপাড়ার আমহাট্টা জামে মসজিদের সামনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতীত এ দেশ স্বাধীন হতোনা।

বাঙালি জাতির পিতা শেখ মুজিবের জন্যই এদেশের মানুষের মুক্তি এসেছে। আর বঙ্গবন্ধুকন্যার জন্যই এখন দেশে অর্থনৈতিক মুক্তি এসেছে।  

আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশকে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত করতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার বিকল্প নেই। আমরা যারা রাজনীতি করি, তাদের উচিৎ জাতির জনক ও তার কন্যার নীতিকে অনুসরণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসা। কাজ করতে হবে মানুষের জন্য।  

‘ডেঙ্গু আজ জাতীর দুর্যোগ। আমাদের সবাইকে এই দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে হবে। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। ’ 

জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের আহ্বায়ক মো. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, অর্থ বিষয়ক সম্পাদক কামাল দেওয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।