শুক্রবার (২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, যমজ দুই ভাই রফিক ও সফিক দুপুরে বাড়ির পার্শ্ববর্তী বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ পর বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
আরএ