শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি ২) সদস্যরা কেরানীগঞ্জ মডেল থানাধীন জনি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে সিএনজি চালিত অটোরিকশাসহ আটক করে। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ার এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
আরএ