ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে শাহিনুর রহমান (৪০) নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে উপজেলার লৌহজং নদীর মীর দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার হাজীপুর গ্রামে।



এলাকাবাসী জানায়, সাভারের আশুলিয়ার থানার গেন্ডাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ইঞ্জিনচালিত নৌকাযোগে বনভোজনে আসেন। তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মির্জাপুরের লৌহজং নদীর মীর দেওহাটা এলাকায় হঠাৎ নৌকা থেকে শাহিনুর পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
 
ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজ ব্যাক্তি সাঁতার জানতেন। তবে পানিতে পড়ার সময় হয়তোবা তিনি আঘাত পেয়ে আহত হয়ে থাকতে পারেন। এজন্য নিখোঁজ রয়েছেন। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।