ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যে প্রদর্শনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বরিশালে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যে প্রদর্শনী মেলা পণ্য প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে নারী উদ্যোক্তাদের নিয়ে গড়ে ওঠা ফেসবুক গ্রুপ ‘মানবী’র উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা। মেলায় ওই ফেসবুক গ্রুপের সদস্যদের উদ্ভাবন, ভাবনা ও তৈরি করা পণ্য প্রদর্শিত হয়।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সহধর্মিনী লিপি আব্দুল্লাহ।

মেলার আয়োজক কমিটির সভাপতি আফসানা মিম ও আহ্বায়ক তানিমা রহমান খান বাংলানিউজকে জানান, মেলায় ২৫টি স্টলে গ্রুপের সদস্যদের তৈরি পণ্য প্রদর্শন করা হয়।

এতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি ছিল।

বাংলা‌দেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।