শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিখলা-হাসানপুর হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল হাসান জিতু গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পুরামিট এলাকার ইয়াসিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওরে গিয়ে জাহিদুল হাসান জিতুসহ পাঁচ বন্ধু পানিতে গোসল করতে নামেন। এসময় পানির স্রোতের টানে জিতুসহ তিন বন্ধু তলিয়ে যান। পরে তিনবন্ধু সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও জিতু নিখোঁজ হন। সন্ধ্যায় জিতুর মরদেহ পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ