ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন রাজু (৩০) নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ বিষয়ে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

এর আগে, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকালে নোয়াখালী প্রাইম হসপিটালে ভর্তি হওয়ার পর দুপুরের দিকে ওই রোগী মারা যান।



নিহত মোশাররফ হোসেন রাজু নোয়াখালী সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়েতে কুক কাম বিয়ারার পদে চাকরি করতেন। কয়েকদিন ধরে জ্বর-জ্বর বোধ করায় শুক্রবার সকালে নোয়াখালী প্রাইম হসপিটালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুুুুপুরের মারা যায় রাজু।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।