এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার শারমীন (২২) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ১৫ জন মাদারীপুর সদর, শিবচর, কালকিনি ও রাজৈর হাসপাতালে ভর্তি রয়েছে।
মাদারীপুর সদর ও উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ২৩ রোগী ডেঙ্গুর জীবাণু নিয়ে মাদারীপুরে আসেন। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত এ সংখ্যা ৩০ জনে দাঁড়ায়। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়।
শুক্রবার দুপুর ২টা পর্যন্ত জেলায় ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা হাসপাতালে ১৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকী ৩৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনাক্ত হওয়া বেশিরভাগ রোগী ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহর থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে এনেছে বলে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্তব্যরত চিকিৎসকরা জানান।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত জেলায় ৪৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী ঢাকা বা অন্য জায়গা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে এনেছে। ৫/৭ জন জেলা থেকে আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গুর বিষয় নিয়ে মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ