শুক্রবার (২ আগস্ট) এশার নামাজের পর জানাজা নামাজ শেষে টাঙ্গাইলের মধুপুরে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। তুলা মিয়া মধুপুর পৌর এলাকার আকাশী গ্রামের মধ্যপাড়ার আব্দুল করিমের ছেলে।
পৌর কাউন্সিলর বাদশা মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তুলা মিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিজ বাড়িতে পৌঁছালে আশেপাশের অসংখ্য মানুষ এক নজর দেখার ছুটে আসেন। এ সময় স্বজনদের কাঁন্নায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তুলা মিয়ার জানাজায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ডা. মীর ফরহাদুল আলম মনিসহ গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
গত বৃহস্পতিবার মগবাজারের দিলু রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে তুলা মিয়ার মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন চলছিল। এসময় হঠাৎ ওই সেন্টারে ঢুকে তুলা মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে রকি। তখন উপস্থিত জনতা সজীবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুলা মিয়া। ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
ওএইচ/