এ উপলক্ষে শনিবার বাদ আসর ঢাকার ফ্রি স্কুল স্ট্রিট (৩৭৮/১) পুকুরপাড়ের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৭ আগস্ট দুপুরে প্রয়াতের জন্মস্থান শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়-স্বজন, বন্ধু-সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হেমায়েতউল্লাহ আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম প্রয়াত আলহাজ হাবিব উল্লাহ খান।
হেমায়েতউল্লাহ আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম প্রয়াত আলহাজ হাবিব উল্লাহ খান।
স্কুলজীবন থেকেই রাজনৈতিক অঙ্গনে পা রাখেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওরঙ্গ। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০০৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
২০১৩ সালের ৩ আগস্ট শনিবার ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা-মাওয়া সড়কের মেদেনীমণ্ডল ইউনিয়নের খান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আওরঙ্গজেবসহ সাতজন নিহত হন।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
টিএম/ওএইচ/