শুক্রবার (২ আগস্ট) রাত ১১ টার দিকে নগরের জিন্দাবাজার পালকী রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, ঘটনার সময় মোটরসাইকেল করে পালকী রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন নেওয়াজ।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ১৬নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ হাসান তান্না।
তিনি বলেন, তাঁতী লীগের মুনিম তাকে ফোনে বলে নেওয়াজ তার সঙ্গে বেয়াদবি করেছে। এ খবর শুনে বিষয়টি নিস্পত্তি করে দিতে তিনি জিন্দাবাজারের দিকে রওনা হন। কিন্তু ঘটনাস্থলে আসার আগেই নেওয়াজকে মারধর করা হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজহারুল ইসলাম মুনিম বলেন, নেওয়াজ তার কাছে চাঁদা দাবি করেছিল। এ নিয়ে শুক্রবার রাতে জিন্দাবাজারে তিনি অসংলগ্ন আচরণ করেন। এসময় স্থানীয় পথচারীরা তাকে মারধর করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও কেউ কোনো মারধরের অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এনইউ/ওএইচ/