ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবককে মারধর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবককে মারধর মারধরের শিকার নেওয়াজ আহমদ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সিলেটে নেওয়াজ আহমদ (২৫) নামে এক যুবককে মারধর করেছে তাঁতী লীগের নেতাকর্মীরা। নেওয়াজ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১ টার দিকে নগরের জিন্দাবাজার পালকী রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, ঘটনার সময় মোটরসাইকেল করে পালকী রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন নেওয়াজ।

এসময় সড়কে দু’টি প্রাইভেটকারে আসা মহানগর তাঁতী লীগ নেতা আজহারুল ইসলাম মুনিমের নেতৃত্বে একদল যুবক নেওয়াজের মোটরসাইকেলের গতিরোধ করেন। নেওয়াজকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধন করেন মুনিমসহ তার সঙ্গের যুবকরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁতী লীগ নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ১৬নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ হাসান তান্না।

তিনি বলেন, তাঁতী লীগের মুনিম তাকে ফোনে বলে নেওয়াজ তার সঙ্গে বেয়াদবি করেছে। এ খবর শুনে বিষয়টি নিস্পত্তি করে দিতে তিনি জিন্দাবাজারের দিকে রওনা হন। কিন্তু ঘটনাস্থলে আসার আগেই নেওয়াজকে মারধর করা হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আজহারুল ইসলাম মুনিম বলেন, নেওয়াজ তার কাছে চাঁদা দাবি করেছিল। এ নিয়ে শুক্রবার রাতে জিন্দাবাজারে তিনি অসংলগ্ন আচরণ করেন। এসময় স্থানীয় পথচারীরা তাকে মারধর করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও কেউ কোনো মারধরের অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।