ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
খুলনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার

খুলনা: খুলনায় মাদ্রাসাছাত্র (৮) বলাৎকারের ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে বুধবার (৩১ জুলাই) খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার বডিংয়ে ছাত্রটি বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ আগস্ট) দিনগত রাতে শিক্ষক আল আমিনকে (২৭) মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।

অভিযুক্ত শিক্ষক আল আমিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি নিউজপ্রিন্ট মিলস্ ভবন মাদ্রাসার শিক্ষক।

বলাৎকারে শিকার মাদ্রাসাছাত্র খুলনা জেলার দিঘলিয়া থানার দিয়াড়া দক্ষিণপাড়ার বাসিন্দা। সে ওই মাদ্রাসার নজেরানা শাখায় পড়াশোনা করতো এবং মাদ্রাসার বডিংয়ে থাকতো। সেই সূত্রে অভিযুক্ত শিক্ষক ও ওই মাদ্রাসাছাত্র একই রুমে থাকতেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) ওই ছাত্রের মা তার ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদ্রাসায় দেখতে যায়। এসময়ে ছেলের অবস্থা খারাপ দেখে তার কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারে শিক্ষক আল আমিন বুধবার রাতে মাদ্রাসার অজু খানায় নিয়ে মারধর করে তাকে বলাৎকার করেছে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে।

এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মাদ্রাসা শিক্ষক আল আমিনকে গ্রেফতার করা হয় বলেও জানান এসআই শাহ আলম।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।