ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধায় দশ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বাংলাবান্ধায় দশ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দর, ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দশদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। তবে পাসপোর্ট ধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (২ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান খান বাবলা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত স্বাভাবিক থাকবে বন্দরের সব কার্যক্রম।

তবে উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে এ কার্যক্রম। এবং ১৯ আগস্ট (সোমবার) থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।