ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৬৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৬৭ জন ...

কিশোরগঞ্জ: ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে কিশোরগঞ্জে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে জেলার ৫ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৭ জন।

শুক্রবার (২ আগস্ট) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত কিশোরগঞ্জে পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

তবে জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি সামাল দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।  

এছাড়া জেলার ৫টি হাসপাতালে ৬৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৯ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯ 
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।