শুক্রবার (২ আগস্ট) রাতে র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ছয়জন হলেন, লিটন (৩৫), সঞ্চিতা আক্তার ওরফে সানজিদা ওরফে দীপা (২৪), মেহেরুল্লা হোসেন (৫০), বিপাশা আক্তার (২৪), মো. শফিক (৩৪) ও তোতা মিয়া মাল (৪৮)।
র্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৪ এর একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ভিসা প্রস্তুতকারী প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএমআই/এএটি