ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিয়ার-ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
রাজধানীতে বিয়ার-ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জ ও লালবাগ থেকে বিয়ার ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২ আগস্ট) দিনগত রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ এলাকা থেকে ২৮৪ ক্যান বিয়ারসহ আজিজুল হক (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে।

এসময় একটি মোবাইলফোন ও সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১০ এর লালবাগ এলাকা থেকে ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে। আটক দু’জন হলেন, আলম (২৪), বাদল (৫৬)। এসময় তাদের কাছ থেকে ০৩টি মোবাইলফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।