ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর খবর পেয়ে  উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরনে ছিল একটি প্যান্ট। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি-তদন্ত আজহারুল।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।