শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
নগরের সরকারি মহিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান চালান শিক্ষক ও কর্মচারীরা। ক্যাম্পাস ঝাড়ু দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
এসময় কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান, কলেজ প্রাঙ্গণ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম চলবে।
এদিকে, বরিশাল জেলা প্রশাসনের আহ্বানে বরিশালের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংগতি রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি।
শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত ২৯ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএস/একে