ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রাণ পেয়ে আপ্লুত ভিটেমাটি হারা হাজেরা বিবি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ত্রাণ পেয়ে আপ্লুত ভিটেমাটি হারা হাজেরা বিবি! ত্রাণ পেয়ে খুশি হাজেরা বিবি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মার চরাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে পদ্মার গর্ভেই! প্রতিবছরই বর্ষা মৌসুম যেন এক আতঙ্ক এ এলাকার মানুষের জন্য। বন্যায় প্লাবিত হয়ে দুর্ভোগ দেখা দেয় চরাঞ্চলের তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের ঘরে। এরপর বন্যার পানি কমতে শুরু করলেই দেখা দেয় নদীভাঙন।

চলতি মৌসুমে নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার প্রায় ২ শতাধিক পরিবার। এদেরই একজন হাজেরা বিবি।

স্বামী ইউনূস শেখকে হারিয়েছেন অনেক দিন আগে। তিন ছেলে নিজের সংসার নিয়েই ব্যস্ত। দুইজন থাকেন ঢাকা শহরে। অন্যজন গ্রামেই আলাদা সংসার করছেন। খেটে খাওয়া মানুষ তারা।

সন্তান-পরিজন থেকেও যেন একা হাজেরা বিবি। এরই মধ্যে হারিয়েছেন শেষ সম্বল নিজের বসতভিটা। স্বামীর মৃত্যুর পর নিজের বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ায় পৃথিবীতে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে তার। ছেলেদের সংসার নিয়েই টানাটানি। মায়ের খোঁজ আর কতটুকু রাখবেন!

শিবচর উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের পদ্মার তীরবর্তী গ্রামের নাম কাজিরসূরা। গ্রামের রাস্তায় দাঁড়ালে পদ্মার গর্জন কানে ভেসে আসে।

শুক্রবার (২ আগস্ট) সকালে কাজীরসূরা গ্রামের বন্দোরখোলা ইউনিয়ন পরিষদে ত্রাণের চাল নিতে আসেন বৃদ্ধা হাজেরা বিবি। স্থানীয় বাসিন্দা হাজী আব্দুর রহমান নিজ এলাকার ভিটেমাটি হারানো প্রায় ২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ নিতে আসা হতদরিদ্রদের মধ্যে হাজেরাও একজন।

ত্রাণের ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

জানতে চাইলে পাশের পদ্মা নদী দেখিয়ে তিনি জানান, বন্দোরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদারের কান্দি গ্রামে ছিল তার বাড়ি। যা এখন পদ্মার মধ্যে। তিন ছেলে থাকলেও তেমন সাহায্য করেন না তারা। নিজের জন্য যতটুকু দরকার রান্না করেন।

তিনি আরও জানান, নদীতে ঘরবাড়ি ভেঙে গেলে বর্তমানে নদী থেকে দূরে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। পরিত্যক্ত জায়গায় তার এক ছেলে এসে ছোট্ট ঘর তুলে দিয়ে গেছেন। ত্রাণের চাল দেওয়ার কথা শুনে অনেক দূর থেকে হেঁটে ইউনিয়ন পরিষদে এসেছেন। হাজেরা বিবির মতো অনেক মানুষই প্রতিবছর অসহায় হচ্ছে পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।