শুক্রবার (২ আগস্ট) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শনিবার (৩ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রাইয়ানের খালা হালিমা ইয়াসমিন মুক্তা।
তিনি বলেন, গত ৩১ জুলাই রাইয়ানের জন্মদিন ছিল। সেদিনই তার জ্বর আসে। স্কয়ার হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করানো হলে ফলাফল পজেটিভ আসে। চিকিৎসার জন্য সেখানেই রাইয়ানকে ভর্তি করানো হয়।
মুক্তা বলেন, রাইয়ানের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তাকে রক্ত দেওয়া হয়, লাইফ সাপোর্টেও নেওয়া হয়। তারপরও, শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সে মারা যায়।
রাইয়ান সরকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এক বোন ও বাবা-মায়ের সঙ্গে শেখেরটেকের আট নম্বর রোডের একটি বাসায় থাকত সে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএইচএস/একে