শনিবার (০৩ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে।
পরে হাটিকুমরুল গোলচত্বরে অভিজাত অ্যারিস্ট্রোক্রেট হোটেলের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ সমন্বয় সভায় যোগ দেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালাহ মো. তানভীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিশারুল আরিফ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পুলিশের এসপি (বগুড়া অঞ্চল) জাহাঙ্গীর হোসেনসহ টাঙ্গাইল, নাটোর, পাবনা ও বগুড়া পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএইচ