শনিবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, স্থানীয়রা দুপুরে এক যুবকের মরদেহ জঙ্গলের মধ্যে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএইচ