শনিবার (৩ আগস্ট) ভোরে মণিরামপুর উপজেলার আমিনপুর সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাগর মণিরামপুরের আমিনপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
র্যাড-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করা হয়েছে। এসময় উগ্রবাদী লিফলেট, বই, ভিডিও পাওয়া গেছে। এছাড়া, তার মোবাইল যাচাই করে বিভিন্ন নামে একাধিক ফেসবুক পেজ খুলে জঙ্গি কার্যক্রম চালানোর প্রমাণ মিলেছে।
এর আগে, গত ৩০ আগস্ট মণিরামপুরের চিনাঢোলা থেকে একই সংগঠনের শামীম নামে এক জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
ইউজি/একে