ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সেই সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি: ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
সেই সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি: ২ যুবক আটক

ব‌রিশাল: কাভার্ড ভ্যানচাপায় নিহত সার্জেন্ট এস এম গোলাম কিবরিয়া মিকেলের ভাড়া বাসায় চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।

পাশাপাশি তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে বরিশাল নগরের কাটপট্টি এলাকার মা জুয়েলার্সের মালিক শ্যামল কুমার দেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দিনগত রাতে বরিশাল নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চোরচক্রের দুই সদস্য হলেন- বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার আনোয়ার ও তার সহযোগী রিয়াদ।  

দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করলেও অভিযান অব্যাহত থাকায় রাতে বিষয়টির বিস্তারিত জানাতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস।

তবে বরিশাল মহানগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আকরাম হাসানের নেতৃত্বে রাতভর চলমান এ অভিযানে আটকদের কাছ থেকে চুরি হওয়া বেশকিছু মোবাইলসহ চোরাই মালামাল, চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে।

ওই দুই যুবকের মধ্যে আনোয়ার নিহত সার্জেন্ট কিবরিয়ার ভাড়া বাসায় চুরির কথা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া তারা দিনের বেলায় আরও বেশকিছু বাসায় তালা ভেঙে চুরি করেছে বলে পুলিশকে জানিয়েছে। আর সেই চোরাই মালামালের মধ্য থেকে স্বর্ণালঙ্কার মা জুয়েলার্সে বিক্রি করতো।

গত ১৯ জুলাই জুমার নামাজের সময় নগরের মুন্সী গ্যারেজ সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানচাপায় নিহত সার্জেন্ট কিবরিয়ার ভাড়া বাসায় চুরি হয়। সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুর পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য এ বাসা তালাবদ্ধ করে রেখে তার গ্রামের বাড়িতে যান স্ত্রী সার্জেন্ট মৌসুমী আক্তারসহ স্বজনরা। এ সুযোগে চোরচক্র তালা ভেঙে চুরি করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।