রোববার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে বাড্ডা সাতারকুল আলীনগর ও ৯টার দিকে বড় মগবাজার এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে আলেককে ও ১০টার দিকে তয়িফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আলেক মৃধার ছেলে বাশার মৃধা জানান, বাড্ডা সাতারকুল আলীনগর গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী তার বাবা। সকালে ওই ভবনের সাত তলায় মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়।
এদিকে, তয়িফের চাচা টোটন হোসাইন জানান, বড় মগবাজার ২৪২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো তয়িফ। সে মানসিক প্রতিবন্ধী। বাবার নাম সাইফুর রহমান। সকালে সে ছাদে হাঁটাহাঁটি করছিল। এসময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এজেডএস/আরবি/