ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, যুবকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বড়বনগ্রাম চকপাড়া এলাকায় পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিলে পানিতে ডুবে ইকবাল হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।  

নিহত ইকবাল হোসেন ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার রাতে বড়বনগ্রাম চকপাড়া এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় পুলিশ দেখে জিয়া শিশু পার্কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন ইকবাল হোসেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তিনি তলিয়ে যান। পরে তাকে না পেয়ে সদর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।  

‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের কর্মকর্তা রাশেদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ডুবুরি দল পুকুর থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ শাহ মখদুম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ’

হাফিজুল ইসলাম জানান, পেশায় চালক ইকবাল মাদকাসক্ত ছিলেন। তার পকেট থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে তার নামে থানায় কোনো মামলা নেই।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।