ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় মাছের ঘের থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ডুমুরিয়ায় মাছের ঘের থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোনামাদার ডাঙ্গার একটি বিলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সগির জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, ডুমুরিয়ার শেষ প্রান্তে আড়ংঘাটার কোল ঘেসে ঘোনামাদার ডাঙ্গার বিলের একটি ঘেরে স্থানীয়রা সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে কোনো  চিহ্ন পাইনি।

সগিরের আত্মীয় শামীম জানান, ডুমুরিয়ার ঘোনামাদার ডাঙ্গায় প্রায় আট বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন সগির। ওই এলাকায় থাকতেন তিনি। তবে কি কারণে তাকে  হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ বা তার স্বজনরা জানাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।