ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত অতিরিক্ত আইজি কোরেশীর স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত অতিরিক্ত আইজি কোরেশীর স্ত্রীর মৃত্যু

ঢাকা: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) মারা গেছেন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দা আক্তারের মৃত্যু হয়। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ও নগরের নজরের টিলা-নিবাসী শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। পরে তাকে গত ৩০ জুলাই রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।  সৈয়দা আক্তারের মৃত্যুতে তার স্বজনদের সমবেদনা জানাতে মরহুমার বাসায় ছুটে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে শনিবার (৩ আগস্ট) তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালের চিকিৎসকরা সৈয়দা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ডেঙ্গু জ্বরে সৈয়দা আক্তারের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার শোকাহত পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯/আপডেট: ১৩২৫ ঘণ্টা
পিএম/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।