ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ভোলায় ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগর মোহনায় ট্রলার ডুবির চার ঘণ্টা পর নিখোঁজ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে প্রাথমিকভাবে গনি মাঝি ও ইব্রাহিম মাঝির নাম জানা গেছে।

ঢালচরের মৎস্য আড়তদার শাহে আলম জানান, সকাল ৯টার দিকে ঢালচরের ইব্রাহিম ও গনিসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। এ সময় সাগর মোহনার পয়ষট্টি চর নামক এলাকায় হঠাৎ উত্তাল ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার ডুবে যায়।  
খবর পেয়ে ঢালচর থেকে তৈয়ব, হান্নান ও রবিউল মাঝির ৩টি ট্রলার গিয়ে জেলেদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।