ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।  

 


টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

রোববার (০৪ আগস্ট) ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মির্জাপুর এবং ভোড়ে ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় পৃথক এ ৩টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর পৌর সদরের বাইমহাটি আদালতপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে শরবেশ আলী (৩২), বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩০), ঘাটাইল উপজেলার চারিয়াবাইদ গ্রামের কালাম মিয়া (৫০) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের সোরহাব হোসেন (৫০)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে জাহাঙ্গীর ও তাসলিমা ছেলেকে নিয়ে দেওয়হাটা থেকে অটোরিকশায় করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে রোগী দেখার জন্য যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে গাজীপুরগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা নিহত হন। গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীর ও তার ছেলে বিজয় এবং অটোরিকশা চালক শরবেশ আলীকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহাঙ্গীর ও শরবেস আলীকে মৃত ঘোষণা করেন। আহত বিজয়ের অবস্থাও আশঙ্কাজনক।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে টাঙ্গাইলের ঘাটাইলের গারো বাজার এলাকায় মালবাহী একটি ট্রাক একটি ব্যাটারিচালিত ভ্যানরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানের যাত্রী কামাল মিয়া নিহত ও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঘাটাইল উপজেলার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অপরদিকে দেলদুয়ার থানার এসআই আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, ভোরে দেলদুয়ার উপজেলার মহেড়া সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোরহাব হোসেন নামে একজন নিহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে লাকরি ভর্তি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ওপর ঘুমিয়ে থাকা সোরহাব হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।