ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বুড়িগঙ্গায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজের দুইদিন পর মো. মাসুদ (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া এলাকা বরাবর মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে নৌকা পার হওয়ার সময় মাসুদসহ আরও পাঁচজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়।

সেসময় সাঁতরে সবাই পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন মাসুদ। এ ঘটনায় ওইদিনই কেরানীগঞ্জ মডেল থানায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার বুড়িগঙ্গায় মরদেহ উদ্ধারের খবরে  ঘটনাস্থলে গিয়ে সেটি মাসুদের বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাক্রাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে নদী থেকে মাসুদের ভাসমান মরদেহ উদ্ধার হয়। ময়না-তদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।