রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, সাভারের ওই এলাকার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ গেটের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন পরিত্যক্ত একটি ডোবায় অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
ময়না-তদন্তের জন্য মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো ও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস