ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেত্রী আনোয়ারা বেগম আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
শ্রমিক নেত্রী আনোয়ারা বেগম আর নেই সাবেক এমপি আনোয়ারা বেগম। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য, শ্রমিক নেত্রী এবং সাবেক এমপি আনোয়ারা বেগম (৭০) আর নেই।

রোববার (০৪ আগস্ট) ভোর ৫টায় ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেস সচিব গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, প্রথম জানাজা বাদে জোহর উত্তরা ৩নং সেক্টর জামে মসজিদে, বিকেল ৪টায় গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বান্দাখোলা মক্তব স্কুল মাঠে দ্বিতীয় এবং বাদ আছর খলাপাড়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।