ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির পাশে বিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির পাশে বিএনসিসি বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধে এবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে (বিএনসিসি) পাশে পাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা তৈরিতে ডিএনসিসিকে সহায়তা করবেন বিএনসিসির সদস্যরা। 
 

রোববার (০৪ আগস্ট) রাজধানীর উত্তরায় বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।


 
প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে মেয়র আতিকুল বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতন হয়ে সবাইকে নিয়েই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে চাই। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বিএনসিসির ক্যাডেটরা। আমিও শিক্ষাজীবনে গৌরবময় এই বাহিনীর ক্যাডেট ছিলাম। আমরা সবাই জানি ডেঙ্গু মোকাবিলায় কি করতে হবে। আর যারা জানেন না বা জেনেও মানেন না তাদেরকে আমরা সবাই মিলে সচেতন করবো।
 
সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র আতিক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে যুবকদের পাশে পাচ্ছি। আমাদের যুবকেরা আমাদের সম্পদ। বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এসব সংগঠনের স্বেচ্ছাসেবকেরা আমাদের সাহায্য করছেন। তারই অংশ হিসেবে পুরো দেশেই বিএনসিসির সদস্যরা আছেন। তারা নিজেদের এলাকায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। একই সঙ্গে আমাদের এলাকায়ও তারা কাজ করবে। ডিএনসিসির বাড়ি বাড়ি গিয়ে তারা আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করবে। বাড়ি মালিকদের সঙ্গে কথা বলবে। এভাবে যে বাড়িতে ডেঙ্গু সহায়ক পরিবেশ পাওয়া যাবে না সেগুলোতে তারা ডিএনসিসি থেকে দেওয়া নিরাপদ উল্লেখিত স্টিকার সংযুক্ত করে আসবে।
 
এরপর ডিএনসিসির কর্মকর্তা এবং বিএনসিসির ক্যাডেটরা মিলে উত্তরা ১১ নম্বর খালের উভয় পাশ পরিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।