রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দু’টি বৃহৎ আকারের গার্ডার (বেস্টক) দুপুরে ভেঙে পড়ে। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘটনাস্থলে কর্মরত ২০ শ্রমিক।
ঝিনাইদহ সওজ বিভাগ জানায়, জাপানের আন্তর্জাতিক সহয়তা সংস্থা জাইকার অর্থায়নে পিডব্লিউ-০৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে মনিকা লিমিটেড। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষ হওয়ায় ব্রিজের দু’পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।
যোগাযোগ করা হলে মনিকা লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, হাইড্রোলিক জগ দিয়ে গার্ডার দু’টি স্থানান্তর করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে ভেঙে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস