রোববার (৪ আগস্ট) রাজধানীর গুলশান-২ নম্বরে প্রতিষ্ঠানটির শাখায় এক বাজার তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়। উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল।
অভিযানে গুলশান-২ নম্বরের ইউনিমার্ট শাখায় অভিযান পরিচালনা করে তদারকি দল। এসময় সুপার শপটির ফার্মেসি বিভাগে মশক প্রতিরোধী ক্রিম ওডোমস বেশি দামে বিক্রি হওয়ার প্রমাণ পায় দলের সদস্যরা। এই অপরাধে শপটির শুধু ফার্মেসি বিভাগকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সেটির কার্যক্রম সোমবার ১১টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হয়।
একই সঙ্গে ফার্মেসি কর্তৃপক্ষকে সোমবার কারওয়ানবাজারে অধিদপ্তরের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সহকারী পরিচালক আফরোজা রহমান।
পাশাপশি গুলশান-২ এর ওয়েল বিইং নামে আরেকটি ফার্মেসিকেও একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৪,২০১৯
এসএইচএস/এএ