পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
ঢাকা: ত্রিপুরার আগরতলা বিমানবন্দরের জমি নিয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রোববার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আগরতলা বিমানবন্দরের জমি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তখন এ বিষয়ে আলোচনা হতে পারে।
ত্রিপুরার আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে জমি চেয়েছে ভারত- এমন খবর গণমাধ্যমে এসেছে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।