রোববার (৪ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে অনুষ্ঠিত ‘নদী রক্ষা বিষয়ক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার এ জানান।
কক্সবাজার জেলা নদী রক্ষা কমিটি আয়োজিত সভায় তিনি বলেন, বাংলাদেশ নিম্নাঞ্চল হওয়ায় বিশ্বের জল ব্যবস্থাপনার সঙ্গে মিতালী রয়েছে।
যে কারণে বিশ্বে সবচেয়ে উর্বর ভূমির দেশ হচ্ছে বাংলাদেশ। তাই আমাদের দেশের, সমাজের, পরিবারের, সবোর্পরি নিজের স্বার্থে নদী রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা মো.আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, উন্নয়ন সংগঠক আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কক্সবাজার পৌরসভার প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসবি/এএটি