রোববার (৪ আগস্ট) দুপুরে কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাট আসেন মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহম্মেদ।
ঘাটে নেমে প্রথমে তারা ঘাট এলাকা পরিদর্শন করেন।
পাশাপাশি সংবাদকর্মীদেরও সাক্ষ্য নেন তদন্ত কমিটির সদস্যরা।
এর আগে নড়াইলের নিহত তিতাস ঘোষের পরিবারের সদস্যদের কাছ গিয়ে তাদের বক্তব্য নেন মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
গত ২৫ জুলাই রাতে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর- এর জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে অ্যাম্বুলেন্স যাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করে সরকারের বিভিন্ন দপ্তর।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ