ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হাসপাতাল থেকে ১৫ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
গাজীপুরে হাসপাতাল থেকে ১৫ দালাল আটক

গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নারী-পুরুষসহ ১৫ জন দালালকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০৪ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি দালাল চক্র কাজ করছিল। এ হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, মেশিনপত্র খারাপ ও ভালো চিকিৎসক নেই এমন সব কথা বলে রোগীদের পাশের প্রাইভেট ক্লিনিক/হাসপাতালে নিয়ে যেতো। সেখান থেকে তারা কমিশন নিতো। এতে হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছিল।

এছাড়া রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল দালাল চক্রটি। পরে র‌্যাব-১ সদস্যরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় সাতজন পুরুষ ও আটজন নারী দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজন পুরুষ দালালকে ৩ দিন করে এবং ৮ জন নারীকে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।