এদিকে, প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে ডেঙ্গু আতংক বিরাজ করছে।
অপরদিকে, ডেঙ্গুর বংশ বৃদ্ধি কমাতে জেলার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর নির্দেশে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থাপনা ও বসত বাড়িতে মশক নিধন ওষুধ স্প্রে করা হচ্ছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার অসিত মল্লিক জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী আসছেন। হাসপাতালে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন ভর্তি, আর বাকী ১২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল জানিয়েছেন, রোববার দুপুর পর্যন্ত গোপালগঞ্জে ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৭, মুকসুদপুরে ৫ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কাশিয়ানীতে ১ জন।
তিনি আরো জানান, জেলার সব হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ