ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৩৮, ভর্তি ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৩৮, ভর্তি ১৯

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। রোববার (৪ আগস্ট) বিকেল পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এর মধ্যে ১৯ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বাকী ২ জন বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে, প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে ডেঙ্গু আতংক বিরাজ করছে।  

অপরদিকে, ডেঙ্গুর বংশ বৃদ্ধি কমাতে জেলার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, আদালত, ইউনিয়ন পরিষদ ভবন চত্বরসহ  গ্রামের হাট-বাজার এলাকা ও বসতবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।

গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর নির্দেশে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থাপনা ও বসত বাড়িতে মশক নিধন ওষুধ স্প্রে করা হচ্ছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার অসিত মল্লিক জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী আসছেন। হাসপাতালে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন ভর্তি, আর বাকী ১২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
  
সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল জানিয়েছেন, রোববার দুপুর পর্যন্ত গোপালগঞ্জে ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৭, মুকসুদপুরে ৫ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কাশিয়ানীতে ১ জন।

তিনি আরো জানান, জেলার সব হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।