ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করায় দুদকের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করায় দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়

ঢাকা: নোটিশ জারি করার পর নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদবিবরণী দাখিল না করায় নারায়ণগঞ্জের মো. সেলিম রেজার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় এ মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। মামলা নম্বর-০২।

অভিযোগের বিবরণীতে বলা হয়, জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্পদবিবরণী নোটিশ জারি করা হলে তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদবিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।