রোববার (০৪ আগস্ট) বিকেলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত স্বপন উপজেলার ক্ষেমিরদিয়ার এলাকার ইমারুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, উপজেলার হাজী ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে পুলিশ স্বপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বপনকে দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এএটি